বুকের পাঁজরে ব্যথা হয় কেন - বুকের পাঁজরে ব্যথার কারণ
পেজ সূচিপত্র
- পাঁজরে ব্যথা কি
- বুকের পাঁজরে ব্যথা হয় কেন
- বুকের পাঁজরে ব্যথার কারণ
- বুকের পাঁজরে ব্যথা নির্ণয়
- গর্ভাবস্থায় বুকের পাঁজরে ব্যথা
- পাঁজরের ব্যথা হওয়ার লক্ষণ
- কিভাবে বুকের পাঁজরের ব্যথা দূর করা যায়
- বুকের পাঁজরে ব্যথা হলে করণীয়
- বুকের পাঁজরে ব্যথার চিকিৎসা
- উপসংহার
পাঁজরে ব্যথা কি
পাঁজরে ব্যথা এমন একটি ব্যথা যেখানে বুকের দুই দিকেই ব্যথা হতে পারে যা একই সময়ের মধ্যে এক বা একের অধিক বেশি পাঁজরের মধ্যে ব্যথা হতে পারে। পাঁজরে ব্যথা খুবই যন্ত্রণাদায়ক একটি ব্যথা যার ফলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের মধ্যেও এর প্রভাবে সমস্যা তৈরি হতে পারে। পাঁজরে ব্যথা হলে শরীরের বিভিন্ন জায়গায় জ্বালা ভাব হতে পারে এবং ফুসফুসেও গুরুতর কোন সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুনঃ হার্টকে ভালো রাখার ওষুধের নাম জানুন
পাঁজর আমাদের দেহের এমন একটা কাঠামো যেটি আমাদের বক্ষকে ঘিরে দেহের ভেতরের অঙ্গ গুলিকে বিশেষ সুরক্ষা দিয়ে থাকে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে শ্বাসক্রিয়া। বক্ষের মধ্যে যে মেরুদন্ড রয়েছে পাঁজরে ব্যথা হওয়ার ফলে সেটিও ভালোভাবে কার্য সম্পাদন করতে পারে না। তাই পাঁজরের ব্যথা হলে আপনাকে সচেতন থাকতে হবে।
বুকের পাঁজরে ব্যথা হয় কেন
আপনাদের যখন বুকে ব্যথা শুরু হয় তখন হয়তো একটি প্রশ্ন মাথায় আসতে পারে যে, বুকের পাঁজরে ব্যথা হয় কেন? শরীরের দৈহিক কাঠামোকে ঠিক রাখতে বুকের খাচা বা পাঁজরের অংশ খুবই গুরুত্বপূর্ণ। যে কেউই তার জীবনের কোন না কোন সময়ে বুকের পাঁজরে ব্যথার কারণে অনুভব করতে পারেন।
বুকের পাঁজরে ব্যাথা কেন হয় সে বিষয়ে আমরা বিস্তারিত জানব। অসুস্থতা বা আঘাতের ফলে অথবা যেকোন সমস্যার কারণে একজন ব্যক্তি বিভিন্ন কারণে পাঁজরের ব্যথার শিকার হতে পারে। যেমন, অ্যাসিডিটি হলে পাঁজরের বুকের মাঝখানটায় ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় পাকস্থলীতে অ্যাসিডের ঘাটতি হলেও পেট ফাঁপা হয়ে ব্যথার সৃষ্টি করতে পারে।
কোলনে যদি কখনও গ্যাস আটকা পড়ে যায় পাঁজরের নিচের অংশে তখন ব্যথা করতে থাকে। যা পরবর্তীতে পাঁজরের উপরের অংশে ও বুকের খাঁচার নিচের দিকে ব্যথা শুরু হয় অনেকটা বদহজম হলে এরকম হয়। প্লীহার যন্ত্রণা হলেও পাজরের বাম দিকে অস্বস্তি ও প্রচন্ড ব্যথা হতে পারে।
আরও পড়ুনঃ নিউমোনিয়া হলে আপনার জন্য যা করণীয়
অনাকাঙ্ক্ষিত ভাবে, আপনার বুকের পাঁজরে ব্যথা হয় কেন তা যদি আপনি না জানেন যদি কখনো পাঁজরের হাড় ভেঙে যায় অথবা খাঁচার বাম দিকে যদি কখনো প্রচন্ড আঘাত লাগে তাহলে পাঁজরের বাম দিকে নিচের অংশে ব্যথা সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে এক্সরে করা লাগতে পারে।
আবার যদি কখনো ফুসফুসের প্রাচীর ছিড়ে যায়, তাহলে পাঁজরের খাঁচার মধ্যবর্তী জায়গায় বাতাস লিক হয়ে খাঁচার নিচের অংশে ব্যথা করতে পারে। পেটে যদি কখনো আলসার হয়ে যায় সেক্ষেত্রেও বাম পাজরের নিচের দিকে ব্যথা করতে পারে। যদি অবহেলা করা হয় তাহলে সেই ব্যথা কাঁধেও ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও প্যানক্রিয়াটাইটিস, পেরিকারডাইটিস, ইন্টেস্টাইনাল ইনফেকশন ইত্যাদি বিভিন্ন কারণে পাঁজরে ব্যথা করতে পারে।
বুকের পাঁজরে ব্যথার কারণ
আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে বুকের পাঁজরে ব্যথা হয় কেন এবং বুকের পাঁজরে ব্যথার কারণ অনেকেরই অজানা এবং দেহের শারীরিক কাঠামোতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু বুকের পাঁজরে যখন প্রবল ব্যথা বেড়ে যায় তখন অনেক ক্ষেত্রে সেটি স্বাভাবিকভাবে বজায় থাকে না।
অনেক সময় যখন পেটে ব্যথা বেড়ে যায় সেই সাথে প্রচন্ড জ্বরও চলে আসে। তাই বুকের পাঁজরে ব্যথার কারণ সম্পর্কে নিচে দেয়া হলো -
- হাড়ে ব্যথা বেড়ে যাওয়ার ফলে হতে পারে।
- থোরাসিক স্পাইনে যদি ব্যথা থাকে।
- পেশীতে যদি পর্যাপ্ত ব্যথা থাকে।
- কোন কিছুর চাপে পাঁজর যদি ভেঙে যায়।
- কোন দুর্ঘটনা, মারামারি বা খেলাধুলা করতে যেয়ে বা পড়ে গিয়ে যদি বুকে ব্যথা পায়।
- স্টার্নালিস সিনড্রোম অর্থাৎ বুকের দেওয়ালের মধ্যে যদি ব্যথা হওয়ার সমস্যা যদি থাকে।
- আপনার বুকের পাঁজরে ব্যথা হয় কেন জানেন কি? রক্তে যদি অক্সিজেন বহন করার কোন ধরনের ক্ষমতা কমে যায় বিশেষ করে এটি সিকল আকৃতির লাল রক্তের জন্য হয়ে থাকে যাকে সিকল কোষ অ্যানিমিয়া বলা হয়ে থাকে।
- কেউ যদি কোন কারনে আঘাতপ্রাপ্ত হয়ে তার পাঁজরের কোন হাড় ভেঙে যায় সেক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে।
- স্লিপিং পাঁজর সিনড্রোম এই বিরল রোগের জন্য পাঁজরের কোমল অংশে প্রচন্ড ব্যথা হতে পারে।
- টিউমার এবং গলস্টোন এর ফলেও পাঁজরে ব্যথা হয়।
বুকের পাঁজরে ব্যাথা নির্ণয়
গর্ভাবস্থায় বুকের পাঁজরে ব্যথা
গর্ভকালীন অবস্থায় যদি কোন মহিলার অবস্থা এমন হয়ে যায় যে তার পাঁজরে খুব ব্যথা হচ্ছে সেক্ষেত্রে গর্ভাশক্তি হারিয়ে যেতে থাকে। বুকের পাঁজরে ব্যথার কারণ এর ফলে মায়ের পেটের শিশুর কার্যকলাপ স্বাভাবিক হয় না। অনেক সময় গর্ভাবস্থায় পাঁজরের বিপরীত দিক থেকে শিশুটির ভ্রুণ উল্টো দিকে হয়ে যায় যা স্বাভাবিক নয়।
একজন মহিলাকে গর্ভাবস্থায় মনে রাখতে হবে বুকের পাঁজরে ব্যথা হয় কেন হয়ে থাকে, যে পাঁজরে সমস্যা হলে কাঁধকে পিছন থেকে সোজা রাখা। কাপড় পরিধান করার সময় অবশ্যই ঢিলেঢালা বিশেষ করে বুকের পাঁজরের উপরে। গভীর শ্বাস নিয়ে বারবার আপনার হাতকে রেইজিং করার মাধ্যমে পাঁজরের ব্যথাকে ধীরে ধীরে কমানো যেতে পারে।
ইনট্রা গর্ভাবস্থায় একটি শিশুর যে কার্যকলাপ থাকে সেটি একজন গর্ভবতী মহিলা খুব ভালোভাবেই অনুভব করতে পারে সেক্ষেত্রে তাকে অনুভূমিকভাবে অবস্থান নিয়ে থাকতে হবে। পাঁজরের ব্যথা যদি অতিরিক্ত মাত্রায় উঠে যায় যা সহনশীল নয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পাঁজরের ব্যথা হওয়ার লক্ষণ
একজন মানুষের সাধারণত যে বুকে ব্যথা হয় সেটি ছাড়াও পাঁজরে এক ধরনের ব্যথা দেখা দেয় যার কিছু লক্ষণসমূহ রয়েছে। বুকের পাঁজরে ব্যথা হয় কেন তা ভালভাবে বুঝতে হলে আপনাকে পাজরে ব্যথা হওয়ার জন্য যে লক্ষণ গুলো রয়েছে তার এই বিষয়ে জ্ঞান থাকাটা জরুরী যেমন,
পাঁজরের কোমল অংশে কসটোকন্ড্রাইটিস এর সমস্যা যদি হয়ে যায় তাহলে সেখানে ফুলা ভাব দেখা দেয় এবং বুকের উপরের দিকের পাঁজরে প্রচন্ড ব্যথা শুরু হয়। ব্যথা যদি অনেক বেশি গুরুতর আকার ধারণ করে ফেলে তখন পাঁজরের নিচের অংশেও বারবার ব্যথা হতে থাকে। এই অবস্থায় আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে।
আবার দেখা যায়, ফুসফুসের মাঝখানে ও বুকের মাঝখানটায় ব্যথা শুরু হয়ে যায়। এই সমস্যাটা অনেক ক্ষেত্রে ঠিক হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেতে হবে। এছাড়াও অন্যান্য রোগ যেমন ঠান্ডা, কাশি, ব্রঙ্কাইটিস এই ধরনের সমস্যা হলেও পাঁজরের চারিদিকে ব্যথা হতে পারে।
ফুসফুসে যদি কখনো ক্যান্সার হয়ে যায় সেক্ষেত্রে পাঁজরের ব্যথাটা হাচি বা কাশি দেওয়ার সময় অনেক বেশি ব্যথা করতে পারে। মাঝে মাঝে কফ এবং শ্বাস ফেলার সময় বুকের পাঁজরে ব্যথার কারণে অনেক বেশি অনুভব হতে পারে। ফাইব্রোমায়ালজিয়ার হলে অনেক ক্ষেত্রে ব্যথাটা বেড়ে যায়, তখন এরকম অনুভব হয় যেন কেউ ছুরি মারে। তাই সে ক্ষেত্রে ব্যথা যদি তীব্র হয় চিকিৎসকের কাছে যাবেন।
কিভাবে বুকের পাঁজরের ব্যথা দূর করা যায়
আপনি যদি বুকের পাঁজরে ব্যথা হয় কেন তা না জানেন তাহলে কিভাবে বুকের পাঁজরের ব্যথাকে দূর করবেন। আপনি যদি কখনো বুকের পাঁজরে টানটান অনুভব করেন অথবা চিনচিনে কোন ব্যথা শুরু হয়ে যায় তাহলে অল্প সময়ের মধ্যেই সেটি না কমে আরো বেশি পরিমাণে ছড়িয়ে যেতে থাকে এবং প্রবলভাবে বুকে ব্যথা শুরু হয়ে যায়।
মাঝে মাঝে পেপটিক আলসারের ফলে বুকে যে ব্যথা সৃষ্টি হয় সেটি অ্যান্টাসিড খেলেই কমে যেতে পারে। অনেক সময় শ্বাসকষ্টের সমস্যার ফলেও বুকে ব্যথা হয় তাই ঠান্ডা কাশি যাতে না লাগে তা থেকে দূরে থাকতে হবে। অনেক সময় যারা টিউবারকিউলোসিস রোগী তাদের ফুসফুসে জমাট বেঁধে মুখ দিয়ে রক্ত আসে। অবশ্যই এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন।
আরও পড়ুনঃ আদা খাওয়ার মাধ্যমে যে উপকারগুলো পাবেন
অনেক সময় বেশি জমাট বেঁধে গেলে যদি ব্লকেজ তৈরি হয়ে যায় আপনি বুকের চারপাশটায় বরফের ব্যবহার করলে ব্যথা কমে যায়। হঠাৎ করেই বুকে ব্যথা উঠে গেলে মাঝে মাঝে হালকা গরম পানি খেতে পারেন এটি জমাট বাধা থেকে রক্ষা করে। যদি পাকস্থলীতে অ্যাসিড তৈরি হয়ে যায় বা এর ফলে যদি কোন ব্যথা শুরু হয় তাহলে বেকিং সোডা হালকা গরম পানিতে গুলিয়ে খেতে পারেন।
আবার আপনি যদি রসুন এবং লবঙ্গ গরম পানিতে মিশিয়ে খেতে পারেন তাহলে বুকে ব্যথার সমস্যা কমে যেতে পারে। এক্ষেত্রে আপনি রসুন মাঝে মাঝে চিবিয়েও খেতে পারেন। এই টিপস গুলো মেনে চলে আপনি আপনার বুকে ব্যথাকে চাইলে দূর করতে পারেন।
বুকের পাঁজরে ব্যথা হলে করণীয়
আপনার বুকের পাঁজরে ব্যথা হয় কেন এটি বুঝলে দেরি না করে আপনাকে কিছু সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং বুকের পাঁজরে ব্যথা হলে যা করণীয় তা করতে হবে যেন খুব দ্রুতই ব্যথা কমে যায়। কোন কারণে আপনার বুকে ব্যথা শুরু হয়েছে সেটা আপনার আশেপাশের লোকেরা বুঝতে পারে না, যার ফলে আপনাকে খুব দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যদি আপনার বুকের পাঁজরে ব্যথার কারণ হৃদরোগের সমস্যা থেকে হয়ে থাকে তাহলে আপনি ৩০০ গ্রাম এসপিরিন ওষুধ খেতে পারেন। তবে খুব দ্রুত আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে।
বুকের পাঁজরে ব্যথার চিকিৎসা
বুকের পাঁজরে ব্যথার কারণ এর নানাবিদ চিকিৎসা রয়েছে। এর মধ্যে যদি আপনি ব্যথাকে কমাতে চান তাহলে এই চিকিৎসা গুলো নিতে পারেন যেমন, আপনি চাইলে ফিজিওথেরাপি নিতে পারেন যা আপনার পাঁজরের ব্যথাকে কমাতে পারে। নিজের শরীরে শারীরিক বিভিন্ন ধরনের চাপকে কিছুদিনের জন্য এড়িয়ে চলতে পারেন।
ব্যথাকে কমানোর জন্য অ্যানালজিসিক নামে ওষুধ খেতে পারেন। শরীরের অবস্থাকে পর্যালোচনা করে ঠান্ডা বা গরম প্যাক থেরাপি নিতে পারেন। কর্টিকোস্টেরয়েড থেরাপি নামে আরও এক ধরনের থেরাপি রয়েছে যেটি আপনার পাঁজরের ব্যথাকে কমাতে পারে।
উপসংহার
এই আর্টিকেল থেকে বুকের পাঁজরে ব্যথা হয় কেন এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারলাম। বুকের পাঁজরে যদি কখনো ব্যথা হয় আশা করছি এই টিপস গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বিস্তারিত ভালো লেগে থাকলে নিচের অংশে মন্তব্য করুন এবং আশেপাশের সকলকে সচেতন করুন। ২৫২৭৫
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url