ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি - রুট ক্যানেলের চিকিৎসা

আপনার ক্ষতিগ্রস্ত দাঁতকে মেরামত করার জন্য ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি অবলম্বন করতে পারেন। এখানে আজকে ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি আলোচনা করা হবে। ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি করে একটি দাঁতকে ফেলে দেওয়ার পরিবর্তে দাঁতের ক্যাপ পরিয়ে ঢেকে দেওয়া হয়।
আপনার ক্ষয়প্রাপ্ত যে দাঁতগুলো রয়েছে সেগুলোকে জীবাণুমুক্ত করে ডেন্টিস্ট করার পূর্বে অবশ করে নিতে পারেন যেন আপনি কোনভাবেই ব্যথাকে অনুভব করতে না পারেন। ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি এর মাধ্যমে দাঁতের ক্যাপ লাগানোর প্রক্রিয়া সম্পন্ন হয় যাতে সংক্রমণ থেকে দাঁত নিরাপদে থাকে এবং খুব আরামেই খাবার খেতে পারেন।

পেজ সূচিপত্র

রুট ক্যানেল পদ্ধতি কি

আপনার তাতে যদি অনেক বেশি ইনফেকশন হয়ে থাকে অথবা গর্ত বা কোন ধরনের ক্ষয় হয়ে যায় তাহলে অবশ্যই ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি ব্যবহার করে আপনি এই ইনফেকশন এবং ক্ষয় অথবা গর্তকে দূর করতে পারেন। রুট ক্যানেল করার একমাত্র উদ্দেশ্য হলো আপনার দাঁতের এই সমস্যাগুলোকে দূর করা এবং রুট ক্যানেলের চিকিৎসা করা।

আরও পড়ুনঃ দাঁত ফাঁকা হওয়ার বিষয়গুলো জেনে নিন

এজন্য আপনাকে অবশ্যই একজন ডেন্টিস্ট খুঁজে বের করতে হবে যার মাধ্যমে আপনি এই রুট ক্যানেলকে করতে পারবেন। একজন ডেন্টিস্ট আপনাকে রুট ক্যানেল করার সময় আপনার দাঁতকে অবশ করে দিয়ে দাঁতের মুকুটের উপরে একটি অংশকে অপসারণ করে খোলার সৃষ্টি করেন যার মাধ্যমে দাঁতের ভিতরে প্রবেশ করা যায়।

তখন আপনার দাঁতের ভিতরে সমস্ত ময়লা অর্থাৎ দাঁতের পাল্প সরিয়ে দিবেন। এই সময়ে বিভিন্ন সরঞ্জাম দিয়ে শিকড় গুলিকে পরিষ্কার করা হবে এবং পরবর্তীতে দাঁতের ভিতরে অংশগুলো পরিষ্কার হয়ে গেলে আজকে পূর্ণ করে সিল করা হবে। আর এটিই হচ্ছে রূট ক্যানেল পদ্ধতি।

রুট ক্যানেলের উপসর্গ

আপনার যদি দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে খুব শীঘ্রই একজন ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং আপনার দাঁতের উপসর্গগুলো তার কাছে খুলে বলতে হবে। ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি করার জন্য আপনার দাঁতে যে ধরনের উপসর্গ গুলো দেখা দিতে পারে তার মধ্যে হলো -

  • কোন কারনে যদি আপনার দাঁতে ক্যারিজ বা ছিদ্র হয়ে যায়।
  • আপনি কোন কিছু খাচ্ছেন বা চিবাচ্ছেন, কোন খাবার কামড়িয়ে খাওয়ার চেষ্টা করার সময় তীব্র ব্যথা অনুভব করছেন।
  • আঘাতের ফলে আপনার দাঁতে যদি প্রদাহ শুরু হয়ে যায়।
  • কোন কারনে দাঁত যদি ভেঙে যায় বা ফেটে যায়।
  • অনেক সময় খেয়াল করে দেখবেন গরম বা ঠান্ডা সময় দাঁতে ব্যথা বা শিরশিরানি কিছু একটা অনুভব হয়।
  • দাঁত যদি কোন কারনে ফোলে যায় বিশেষ করে আপনার দাঁতের মাড়ি।
  • আপনার মাড়ি যদি অনেক বেশি ক্ষয় হয়ে যায় বা কালো হওয়া শুরু হয়।
  • কোন কারণে দাঁত যদি ঢিলা হয়ে যায়।
  • দাঁতের চারপাশে যদি পুঁজ হয়ে যায়।
  • কখনো কখনো দাঁতের কোনায় ফোড়া দেখা যায় যেখান থেকে দাঁতের এই পুঁজ নির্গত হতে পারে।

রুট ক্যানেল করার সুবিধা

ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি আপনার দাঁতের সমস্যাকে দূরীভূত করে অস্থায়ী কিছু সুবিধা দিতে পারে যার মাধ্যমে আপনার স্বাভাবিক অবস্থা পুনরায় ফিরে আসে। রুট ক্যানেল করার কিছু অস্থায়ী সুবিধা নিচে দেওয়া হল -

  • আপনার দাঁতে যেই ব্যথা সৃষ্টি হতো রুট ক্যানেল করার মাধ্যমে আপনার সেই দাঁতের ব্যথা দূর হয়ে যায়।
  • দাঁতকে ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা করে রুট ক্যানেল আপনাকে নিরাপদে রাখে।
  • আপনার দাঁতে যদি একবার মুকুট বা ক্যাপ পড়ানো হয়ে যায় তাহলে দাঁতের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে না।
  • এই ক্যাপ পড়ানোর মাধ্যমে আপনার দাঁত এবং দাঁতের আশেপাশের পরিবেশ খুব ভালোভাবে রক্ষা পায়।
  • রুট ক্যানেল এর মাধ্যমে এই সুবিধা গুলো আপনি অস্থায়ীভাবে পেতে পারেন যা আপনার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে।
  • আপনার সংক্রমিত দাঁত যে অস্বস্তি অনুভব করে তা অনেকটুকু কমিয়ে দেয়।
  • দাঁত তোলার হাত থেকে রুট ক্যানেল আপনাকে বাঁচিয়ে দিতে পারে।
  • চোয়ালের মধ্যে যে হাড় রয়েছে সেই হাড়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে আপনাকে রক্ষা করে।

রুট ক্যানেল করার প্রয়োজনীয়তা কখন হয়

আপনার যদি কোন কারনে দাঁতে কোন ধরনের ক্যারিজ হয়ে অ্যানামেলকে অনেক বেশি ক্ষয় করে ফেলে যার কারণে আপনার দাঁত ক্ষতিগ্রস্ত হয়। অ্যানামেলের মাধ্যমে যখন আপনার দাঁত ক্ষয় হয়ে যায়, এরপর থেকেই ডেনটিন ক্ষয় হওয়া শুরু হয়। আপনার দাঁতের আশেপাশে অনেক টিস্যু রয়েছে যাকে পাল্প বলা হয়।

ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি এর মাধ্যমে এই পাল্প টিসুগুলো যদি ক্ষয় হয়ে যায় তাহলে আপনার দাঁতে ব্যথা শুরু হয়ে যাতে পারে। এছাড়াও আপনার দাঁত থেকে পুঁজ পড়ার সমস্যাও হতে পারে। আর এই সমস্যাগুলো নিয়েই যখন আপনি ডেন্টিস্টের কাছে যাবেন তখন ডেন্টিস্ট আপনাকে রুট ক্যানেল করার পরামর্শ দিতে পারেন।

আরও পড়ুনঃ কোন ভিটামিনের ফলে আপনার উপকার হয়

অনেক সময় কোন ধরনের সড়ক দুর্ঘটনা বা অন্য কোন কারণে আঘাতপ্রাপ্ত হয়ে, অথবা কোন খেলাধুলা করে দাঁতের এই সমস্যাগুলো হতে পারে। দাঁতের মধ্যে যদি এই ধরনের আঘাত তৈরি হয় পরবর্তীতে ধীরে ধীরে দাঁত ক্ষয় হয়ে যায় অথবা দাঁতের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয়।

এর ফলে দাঁতের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং চিকিৎসক আপনাকে দাঁতে রুট ক্যানেল করার পরামর্শ দিয়ে থাকে। এখন নিশ্চয়ই আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আপনার দাঁতের রুট ক্যানেল করার প্রয়োজনীয়তা কখন হতে পারে। তাই দাঁতের যত্ন নিতে অবহেলা করবেন না।

কেন রুট ক্যানেল চিকিৎসা করা হয়

ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি এর চিকিৎসা করার মাধ্যমে আপনি আপনার দাঁতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনার দাঁতের রুট ক্যানেল চিকিৎসা কেন করা হয় সে বিষয়ে বিস্তারিত চলুন জেনে নিই।

  • দাঁতের ভিতরে যদি আপনার কোন ধরনের সংক্রমণ হয়ে যায় তাহলে মাড়ি ফোলে যেতে পারে।
  • বিশেষ করে আপনার সেই দাঁতের গোড়ায় রক্তনালী এবং স্নায়ুর মধ্যে এই সংক্রমণ হয়ে যায়।
  • কোন সংক্রমণের ফলে আপনার দাঁত যদি কোনভাবে নষ্ট হয়ে যায় তাহলে রুট ক্যানেল করাটা জরুরি হয়ে পড়ে।
  • কোন আঘাত প্রাপ্ত হয়ে যদি আপনার দাঁত ভেঙে যায় তাহলে দাঁতটি ফেলে না দিয়ে রুট ক্যানেলের চিকিৎসা করতে পারেন।
  • রুট ক্যানেলের চিকিৎসার মাধ্যমে আপনার দাঁতে ক্যাপ পড়িয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
  • আপনার দাঁতে অনাকাঙ্ক্ষিত ভাবে যদি কোন গর্ত হয়ে যায়।
  • দাঁতের ফাঁকে খাবার আটকে যেকোনো ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয়ে আপনার দাঁতকে যদি নষ্ট করে ফেলে তাহলে এই রুট ক্যানেলের চিকিৎসা প্রয়োজন হতে পারে।

ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি

আপনার যদি দাঁতের সমস্যা হয় দাঁতের সমস্যাকে নির্ণয় করে আপনি যখন একজন ডেন্টিস্টের কাছে যাবেন তখন ডেন্টিস্ট আপনার সমস্যাকে বিবেচনা করে কেন করার নির্দেশ দিতেও পারে। আর তখন আপনি যখন রুট ক্যানেল করবেন তখন ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি রয়েছে যেমন,

১। ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি অবলম্বন করে ডেন্টিস্ট প্রথমে আপনার দাঁতের একটি এক্সরে করে নিতে পারে এবং আশেপাশের সংক্রমিত জায়গাগুলো নির্ণয় করে নেয়।

২। সংক্রমিত দাঁতের চারপাশের জায়গা খুব ভালোভাবে অবশ করে ফেলা হয় এবং যতক্ষণ আপনার এই রুট ক্যানেল এর কাজ চলতে থাকবে সেই সময় আপনি কোন ব্যথা অনুভব করবেন না।

৩। দাঁতের ভিতরে তখন একটি নির্দিষ্ট ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি এর মাধ্যমে সজ্জায় এক্সেস করা হয় এবং পাশাপাশি দাঁতের এই প্রতিটি সজ্জাকে খুলে দেওয়ার জন্য নির্দিষ্ট এক্সেস থাকে।

৪। এমন একটি যন্ত্র ব্যবহার করা হয় যেন আপনার এই সজ্জাগুলো টিস্যু থেকে অপসারণ হয়ে যায় এবং যখনই সংক্রামিত টিস্যুগুলো সঠিকভাবে অপসারণ করা হয়ে যায় তখন এক ধরনের খালের মতো আকার ধারণ করে। আর তখনই পাল্পের যেই অংশগুলো রয়েছে সেখানে রুট ক্যানেলের মাধ্যমে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন কোন জীবাণু না থাকে।

৫। পরবর্তীতে বিভিন্ন ধরনের গুট্টা পার্চা সরঞ্জামের মাধ্যমে এই খালকে পূর্ণ করে দিতে হবে এবং পাশাপাশি দাঁতকে সিল করে দেওয়া হয়‌।

৬। আপনার ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতির শেষের দিকে এক ধরনের ক্যাপ বা মুকুট পরিয়ে দেওয়া হয় যেখানে ক্রাউন্ট সিমেন্টেশন থাকে।

৭। কোন ধরনের ইনফেকশনকে প্রতিরোধ করতে এই ক্যাপ খুব ভালোভাবে সাহায্য করে থাকে এবং এই ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি এর মাধ্যমে আপনার দাঁতের ফাটলের সম্ভাবনা অনেক কমে যায়।

কিভাবে রুট ক্যানেল চিকিৎসা করা হয়

আপনার যদি রুট ক্যানেলের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কোন ধরনের ধারণা না থাকে তাহলে জেনে নিতে পারেন। কারণ একজন ডেন্টিস্টের মাধ্যমে এই রুট ক্যানেল করা হয় যিনি নিয়মিত ডেন্টাল সার্জারি করে থাকেন। আপনার দাঁতের সংক্রমণ হওয়ার সাথে সাথে যখন আপনি চিকিৎসকের সাহায্য নেওয়া শুরু করে দিবেন। 

তখনই ডেন্টিস্ট আপনার দাঁতে ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি করার জন্য প্রথমে আপনার দাঁতকে অবশ করে নিবে যা আপনার বাড়িতে এক ধরনের ইনজেকশন দেয়া হবে। যাতে করা অবস্থায় আপনার দাঁতে আপনি কোন রকমের ব্যথা অনুভব করতে না পারেন। এরপর আপনার যেই দাঁত রয়েছে সেই দাঁতের উপরের অংশে ডেন্টিস্ট একটি ছোট ছিদ্র করে দিবেন।

অর্থাৎ, যেই জায়গায় সংক্রমিত হয়েছে সেই স্থানে বা তার আশেপাশে যেই সজ্জাগুলো প্রকাশ পায়। যার ফলে ডেন্টিস্ট অত্যন্ত সাবধানতার সাথে তার সরঞ্জামগুলো ব্যবহার করার মাধ্যমে এই মত যাকে অপসারণ করে ফেলেন এবং যখনই মজাটাই সরিয়ে ফেলেন তখন স্নায়ুগুলিকেও একটি সিল করে ফেলেন। 

আপনার সেই দাঁতের চারপাশের সব জায়গা রুট ক্যানেলের চিকিৎসা করে ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করতে থাকেন। আর যখনই আপনার সজ্জাগুলো অপসারণ হয়ে যায় তখনই দাঁতের চিকিৎসক এক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, যার ফলে তাতে কোন ধরনের সংক্রমণ হয় না। 

পরিশেষে, ডেন্টিস্ট আপনার দাঁতের রুট ক্যানেলের চিকিৎসা করে যেই উপরের অংশটি রয়েছে সেখানে ফিলিং করে দেয় এবং জায়গাটি পূর্ণ করে ফেলে। এরপর এর মাঝে একটি মুকুট বা ক্যাপ পরিয়ে দেয় যার ফলে দাঁতটি সম্পূর্ণরূপে ঢেকে যায় এবং খুব দীর্ঘ সময়ের জন্য এই রুট ক্যানেল স্থায়ী হয়ে যায়।

যদি আপনি ভালোভাবে এই রুট ক্যানেলের চিকিৎসা নিতে পারেন তাহলে খুবই দীর্ঘ সময় এটি আপনাকে সার্ভিস দিবে। এই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আপনার পুরো দাঁত এবং এর আশেপাশের জায়গা নিরাপদে থাকে এবং কোন ধরনের সংক্রমণ হয় না।

রুট ক্যানেল চিকিৎসার পরে ধূমপান কি করা যায়

আপনার যদি ধূমপান করার খুব ভালো ধরনের অভ্যাস থেকে থাকে তাহলে এটিকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি করার পর আপনি যদি ধূমপান করেন তাহলে দাঁতের আশেপাশে ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে দাঁতের ক্যাভিটি ধীরে ধীরে আর ভালো থাকে না।

যেহেতু আপনার রুট ক্যানেল করার পর ফিলিং থাকে এবং আপনার শিকড়গুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি যদি ধূমপান এবং মদ্যপান করার চেষ্টা করেন তাহলে আপনার সেই দাঁতগুলো ফাঁক দিয়ে সেগুলো ঢুকে পড়ার চেষ্টা করে এবং আপনার চিকিৎসার ব্যাঘাত ঘটিয়ে ফেলে।

আরও পড়ুনঃ জাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা জানুন

অর্থাৎ, ধূমপানে আলাদা পরিমাণ নিকোটিন জাতীয় পদার্থ রয়েছে এবং এই নিকোটিন আপনার নরম টিস্যুর চারপাশে যখন জমা হয়ে যায় অতিরিক্ত তখন প্রদাহ হয়ে বিভিন্ন ধরনের সংক্রমণ করে ফেলে। এছাড়াও আপনি যদি মদ্যপান বা অ্যালকোহল জাতীয় কিছু খান।

তাহলে নিরাময়ের জন্য আপনার দাঁতের আশেপাশে দাঁতকে ভালো রাখার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়ে যায় এবং অতিরিক্ত সংক্রমণ হয়ে যাওয়ার ফলে পরবর্তীতে ব্যথা হয়ে যায় এবং দাঁতের অনেক বেশি ক্ষয় হয়। তাই রুট ক্যানেলের চিকিৎসা করাতে হবে।

শেষকথা

আপনি নিশ্চয়ই এই পোস্ট থেকে ধাপে ধাপে রুট ক্যানেল করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আশা করছি, এই পোষ্টের বিস্তারিত আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পোস্টের নিচের অংশে মন্তব্য করে আমাদের সাথেই থাকুন। ২৫২৭৫


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url