কুল বরই ছিদ্রকারী পোকা দমন করবেন যেভাবে
পোস্ট সূচিপত্রঃ কুল বরই ছিদ্রকারী পোকা দমন করবেন যেভাবে
কুল বরই ছিদ্রকারী পোকা দমন করবেন যেভাবে
আপনি কুল বরই ছিদ্রকারী পোকা দমন করবেন যেভাবে এ বিষয়ে তথ্য জানতে চান? তাহলে আপনাকে স্বাগতম। আজ আমি এই আর্টিকেল জুড়ে কুল বরই ছিদ্রকারী পোকা দমন করবেন যেভাবে এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। বরই ছিদ্রকারী উইভেল পোকা মারাত্মক ক্ষতিকর। দেশের বিভিন্ন স্থানে উন্নত জাতের কুলে এ পোকার আক্রমণ দেখা যাচ্ছে। পোকাটির লার্ভা হালকা হলুদ রঙের এবং এদের পা থাকে না। একটি পূর্ণবয়স্ক পোকা দেখতে গাড়ো বাদামি বা কালো রংয়ের হয়ে থাকে।
এ পোকা কচি ফলের গায়ে ডিম পাড়ে এবং ডিম থেকে লার্ভা ও লার্ভা থেকে পূর্ণ রূপ ধারণ করে। কুল বরই ছিদ্রকারী পোকা দমন করবেন যেভাবে জানতে হলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। এই পোকা সদ্য ফলের বিজে আক্রমণ করে এবং বীজ খেয়ে ফেলে। আক্রান্ত ফলের নিচে কালো দাগ পড়ে এবং বিজের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, ফল আকারে ছোট ও গোলাকার হয় এবং ফলের রং ফ্যাকাসে হলুদ বর্ণের ধারণ করে।
আক্রান্ত ফল গাছ থেকে ঝরে পড়ে এবং গাছ শুকিয়ে যায় ও আক্রান্ত ফলের গায়ে পূর্ণবয়স্ক পোকার মল দেখা যায়। ফলের ভেতরে অংশ খাওয়ার পরে ছিদ্র করে এ পোকা বেরিয়ে আসে। বাগানে এটির আক্রমণ বেশি হলে বাগানের সব ফল নষ্ট হয়ে যায়। আপেল কুল ও বাউ কুলে এ পোকার আক্রমণ দেখা যায়। কুল বরই ছিদ্রকারী পোকা দমন করবেন যেভাবে সে বিষয়গুলো নিচে বর্ণনা করলাম।
- কুল বাগানের আশেপাশের ঝোকঝাঁপ জঙ্গল পরিষ্কার করতে হবে।
- কুল গাছে অসময়ে আসা ফুল ও কুড়ি নষ্ট করে ফেলতে হবে।
- গাছ থেকে মাটিতে পড়ে যাওয়া আক্রান্ত কুল গুলো সংগ্রহ করে সেগুলো থেকে লার্ভা নষ্ট করে ফেলতে হবে।
- বেশি আক্রান্ত হওয়া এলাকায় সব বাগানে এলাকায় অনুমোদিত কার্বারাইল জাতীয় কীটনাশক বা ডাইমেথোয়েট জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হবে।
- যেহেতু পোকাটি ফলে ডিম পাড়ে এবং লার্ভা ফলের ভেতরে বৃদ্ধি প্রাপ্ত হয় তাই আক্রমণ হওয়ার আগেই সাবধান হতে হবে। এজন্য পরাগায়নের পর ফল আসা শুরু হলে সাইপারমেথ্রিন কীটনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে।
টবে কুল চাষ
আপনি আপনার ছাদ বাগানে টবে কুল চাষ করতে চান? তাহলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। যে কোন গাছ লাগানোর জন্য প্রথমে টবের নিচে ছিদ্র করে নিতে হবে, ছোট ছোট ইটের টুকরো দিয়ে ছিদ্রটি বন্ধ করতে হবে, গাছ লাগানোর জন্য টবের নিচে মাটি দিতে হবে হালকা করে, মাটি দিয়ে হাত দিয়ে চেপে দিতে হবে, গাছ লাগানোর জন্য দোআস মাটির সঙ্গে গোবর মাটি মিশিয়ে নিতে হবে, নার্সারী থেকে একটি ভালো মানের কুল গাছের চারা কিনে টবের মধ্যে সোজা করে গাছটি লাগিয়ে মাটি দিয়ে চেপে দিতে হবে।
আরো পড়ুনঃ আপনার শরীর যে অসাধারণ তার কিছু বিশেষ প্রমাণ
কুল গাছ লাগানোর বা যেকোনো গাছ লাগানোর সঠিক সময় বর্ষা কাল। সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছে ফুল আসে অক্টোবর নভেম্বর মাসের শুরুর দিকে শীত পড়তে শুরু করে ঠান্ডা আবহাওয়া থাকায় কুলের গুটি দাঁড়াতে সুবিধা হয়। ঠান্ডা আবহাওয়ার কারণে গাছে প্রচুর পরিমাণ কুলের গুটি সেট হবে এবং পরবর্তীতে তার ফলে পরিণত হবে। উপরোক্ত আলোচনা থেকে টবে কুল চাষ কিভাবে করবেন আশা করি সেটা বুঝতে পেরেছেন।
নারকেলি কুল
আপনি কি নারকেলি কুল চাষ করার কথা ভাবছেন? চলুন আজ নারকেলি কুল কিভাবে চাষ করবেন সে বিষয় নিয়ে আলোচনা করি। নারিকেল কুল খুবই সুস্বাদু এবং সুমিষ্ট একটি ফল। বেশির ভাগ মানুষই নারকেলি কুল খেতে পছন্দ করেন। চলুন তাহলে মূল আলোচনায় যাই, প্রথমে কুলের গাছ নির্বাচন করতে হবে।
আরো পড়ুনঃ দাঁতের ফিলিং করার পর করণীয় - দাঁতের ফিলিং খরচ কত?
আপনি যদি বিচি থেকে গাছ করেন সে ক্ষেত্রে বিচি গরম ভেজা বালুতে পুতে রাখবেন দেখবেন কিছুদিন পরেই গাছ বেরিয়ে গেছে। তবে বিচি থেকে যে গাছ হয় তার চাইতে কলমের গাছের ফল এবং ফলের ফলন ও স্বাদ ভালো হয়। চলুন আমরা এবার জেনে নিই কিভাবে কলম থেকে গাছ সংগ্রহ করবো। কলমের চারা পেতে নির্ধারিত স্থানে চারা তৈরি করে তার উপরে বাডিংয়ের মাধ্যমে কলম করে নেওয়া ভালো।
বাডিং করার জন্য চারা রুটস্টকের বয়স নয় মাস থেকে দুই বছর হতে হবে। বাডিং করার উপযুক্ত সময় হচ্ছে মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন থেকে শুরু করে মধ্য আষাঢ় থেকে মধ্য ভাদ্র পর্যন্ত বাডিং করা যেতে পারে। তবে সর্ব শ্রেষ্ঠ সময় হচ্ছে মধ্য বৈশাখ থেকে মধ্য আষাঢ় পর্যন্ত। এভাবে কলমের মাধ্যমে গাছ তৈরি করে সেটি নির্ধারিত স্থানে লাগিয়ে দিতে পারেন। উপরোক্ত আলোচনা থেকে আপনি নারকেলি কুল কিভাবে চাষ করবেন সেটা নিশ্চয়ই বুঝে গেছেন।
আপেল কুল
আজ আমি এই আর্টিকেলে আপেল কুল সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানাবো আশা করি আপনারা উপকৃত হবেন। এই কুলটি দেখতে অনেকটা মাঝারি সাইজের আপেলের মত। কুলটির রং আপেলের মতো সবুজ ও হালকা হলুদের উপরে লাল, এটি খেতে অনেক সুস্বাদু, দেখতে অনেকটা বাউকুলের মত হলেও এটি মূলত কাশ্মীরি নূরানী আপেল কুল। ইদানিং এই কুলটি বাংলাদেশে চাষ হচ্ছে এ কুলটি প্রচলিত আপেল ও বাউ কুলের চাইতে বড়, এই কুল গাছের ডালে ডালে ধরে।
আরো পড়ুনঃ মোটা হওয়ার ১২ উপায় - মোটা হওয়ার ঔষধ - মোটা হওয়ার ব্যায়াম
গাছ লাগানোর দশ মাস পরে গাছ পরিপক্ক হয় এবং ১২ মাস পরে গাছে ফল আসা শুরু হয়। প্রতি গাছে ১৫ থেকে ২০ কেজি এই কাশ্মীরি নূরানী আপেল কুল ধরে অনেক ক্ষেত্রে আবহাওয়া ভালো থাকলে ৫০ কেজি পর্যন্ত ফলন হতে পারে। এ কুলটির পাইকারি বাজার মূল্য ৭০ টাকা কেজি আনুমানিক। একটি পরিপক্ক কুল গাছ থেকে দশ বছর পর্যন্ত ফল পাওয়া যায়। আর্টিকেলটি পড়ে আপনি কাশ্মীরি নূরানী আপেল কুল সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন।
উপসংহার
পরিশেষে এ কথা বলে শেষ করবো যে আমাদের দেশে বর্তমানে বিভিন্ন প্রজাতির এবং খুব সুস্বাদু কুল চাষ হচ্ছে এবং এই কুল চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। কুল শুধু সুস্বাদু না এটি স্বাস্থ্যের জন্য উপকারী। আমি এই আর্টিকেলে কুল বরই ছিদ্রকারী পোকা দমন করবেন যেভাবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন।
আর্টিকেলটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে এবং আপনি যা খুঁজছিলেন তা পেয়ে থাকেন। তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।24079
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url